• হোম > আন্তর্জাতিক > সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ৩৩

সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ৩৩

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১০:৪১
  • ৩৬১

 ছবি: সংগৃহীত

সুদানের ব্লু নাইল রাজ্যে দুটি উপজাতির মধ্যে চলমান সংঘর্ষে কমপক্ষে 33 জন নিহত হয়েছে। এছাড়া সহিংসতা থেকে বাঁচতে কয়েক ডজন পরিবার সেখান থেকে পালিয়ে গেছে। শনিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বার্টি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সহিংসতা শুরু হওয়ার পর কমপক্ষে আরও ১০৮ জন আহত হয়েছে এবং ১৬টি দোকানে আগুন দেওয়া হয়েছে।

আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন।

তিনি জানান, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছে এবং অস্থিরতার কারণে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছে।

আগর হতাহতের পরিসংখ্যান জানাতে পারেননি। তবে তিনি বলেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারী প্রয়োজন।

অস্থিরতা নিয়ন্ত্রণে সৈন্য মোতায়েন করা হয়েছে এবং শনিবার থেকে কর্তৃপক্ষ এক রাতের কারফিউ জারি করেছে।

শুক্রবার ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা এক মাসের জন্য যেকোনো ধরনের জমায়েত বা মিছিল নিষিদ্ধ করেন।

সূত্র : এএফপি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121573 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:27:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group