• হোম > খেলা > জার্মানিকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

জার্মানিকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১১:২৮
  • ৪৫৮

 ছবি: সংগৃহীত

নারী হকি বিশ্বকাপে জার্মানিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লাস লিওনাসরা।

শনিবার (১৬ জুলাই) রাতে তেরেসায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই জার্মানির হয়ে গোল করে বসেন হান্না কারিনা গ্রানিৎজকি। সেই গোলের শোধ দিতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত। অগাস্টিনা গোরজেলিনার গোলে সমতা ফেরায় তারা।

এরপর ২৮ মিনিটে গিয়ে অগাস্টিনা আলবার্টারিও গোলে উল্টো লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৪৫ মিনিটে জার্মান খেলোয়াড় শার্লট স্টেপেনহোর্স্ট গোল করলে আবারও সমতায় ফেরে ম্যাচ। পরে আর কোনো দল গোল করতে পারেনি।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয় জার্মানি। অন্যদিকে প্রথম শট মিস করলেও পরের চার শটে টানা গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। যার সুবাদে ২০১০ সালের পর আবার ফাইনালের টিকিট পায় তারা।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অবশ্য এতোটা বেগ পেতে হয়নি সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে। ফ্রেডরিক মাতলার করা একমাত্র গোলে সহজেই ফাইনালে উঠে গেছে তারা।

রোববার (১৭ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালেও মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। দুইবারই জয় পেয়েছিল আর্জেন্টিনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121585 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:24:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group