• হোম > জাতীয় > ঈদের ছুটি শেষে খুলেছে তৈরি পোশাক কারখানা

ঈদের ছুটি শেষে খুলেছে তৈরি পোশাক কারখানা

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১১:৩১
  • ৬৩৭

 ছবি: সংগৃহীত

টানা নয় দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। তবে, এসব কারখানায শ্রমিকের উপস্থিতি কিছুটা কম।

এদিকে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক কারখানাগুলোতে কাজের অর্ডারও কিছুটা কমে গেছে।

এ ছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্র থেকে কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকেরা।

জানা যায়, সাভার আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় দেড় হাজার পোশাক কারখানা। বাংলাদেশি শ্রমিকদের নিখুঁত হাতের ছোঁয়ায় এসব গার্মেন্টস কারখানার তৈরি করা নানা বয়সি মানুষের পোশাক রপ্তানি হয় বিশ্বের অনেক দেশে। টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে কারখানাগুলো।

সকাল থেকে শ্রমিকেরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করে কাজে যোগ দিয়েছেন। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে শিপমেন্টের জন্য তৈরি করা পোশাক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121587 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:00:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group