• হোম > শিক্ষাঙ্গন > সাহাবুদ্দিন মেডিকেলের মেধা তালিকায় ফেল করা ২ শিক্ষার্থী

সাহাবুদ্দিন মেডিকেলের মেধা তালিকায় ফেল করা ২ শিক্ষার্থী

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৩:০৬
  • ৪৬৪

 প্রতীকী ছবি

ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের নাম ওঠেছে মেধা তালিকায়। এমন ঘটনা ঘটেছে রাজধানীর বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজে। গত ৭ জুলাই প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে চূড়ান্ত মনোনীতদের তালিকায় দুজন অকৃতকার্য প্রার্থীর নাম থাকলেও এখন সেখানে নতুন তালিকা। স্বাক্ষরিত তালিকা প্রতিষ্ঠানটির বোর্ডে থাকার কথা স্বীকার করলেও বিষয়টি প্রাতিষ্ঠানিক নয় বলে দাবি অধ্যক্ষের।

এদিকে এমন ঘটনায় কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই বলেই মনে করেন চিকিৎসক নেতারা।

৭ জুলাই সাহাবুদ্দিন মেডিকেল কলেজের নোটিশ বোর্ডে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৯৯০৮৩৯২ ও ১৯১৪৮৪৭ এই দুটি রোল নম্বরের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান পেয়েছেন। অথচ ওয়েবসাইটের ফলাফলে দেখা যায়, তারা ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

অথচ নিয়ম অনুসারে বেসরকারি মেডিকেলে ভর্তি হতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস করতে হবে। নির্দিষ্ট কলেজে আবেদনের পরিপ্রেক্ষিতে সেখান থেকে মেধা তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। যদিও প্রতিষ্ঠানটির নতুন যে তালিকা দেয়া হয়েছে সেখানে নেই সেই দুই শিক্ষার্থীর রোল নম্বর।

এমন ঘটনায় চিকিৎসকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার বৃত্তান্ত জানতে সাহাবইদ্দিন মেডিকেলে যায় সময় সংবাদ। যদিও তখন নোটিশ বোর্ডে যে তালিকা দেয়া সেখানে অকৃতকার্য সেই দুই শিক্ষার্থীর বদলে নতুন রোল নম্বর। তবে আগের ফলাফলের কথা স্বীকার করলেও তার দায় নিতে চান না অধ্যক্ষ। বলেন, কে বা কারা তার স্বাক্ষর করা তালিকা, তারই প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছেন সে বিষয়ে তিনি অবগত নন।

সাহাবুদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রহুল আমিন বলেন, এটার কোনো ভিত্তি নেই। নোটিশ বোর্ডে টানানো থাকলেও কীভাবে সেখানে দেওয়া হলো, সেটা আমাদের নলেজে নেই। তবে এখন যে তালিকা দেয়া হয়েছে তা সরকারি বিধি মেনেই দেয়া ।

এ ঘটনার দায় স্বাক্ষরকারী অধ্যক্ষ কিংবা প্রতিষ্ঠান কিছুতেই এড়াতে পারেন না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এ ধরনের দুর্বৃত্তায়ন দীর্ঘদিন ধরে চলে আসছে। যে প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে, তারা দায় এড়াতে পারে না। আর যার স্বাক্ষরে এটা নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, তিনিও দায় এড়াতে পারেন না।

১ এপ্রিল পরীক্ষার ভিত্তিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ এপ্রিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121611 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 10:29:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group