• হোম > শিক্ষাঙ্গন > ৩ দিনব্যাপী তিতুমীর কলেজে বিতর্ক উৎসব

৩ দিনব্যাপী তিতুমীর কলেজে বিতর্ক উৎসব

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৩:৪৯
  • ৩৮৭

৩ দিনব্যাপী তিতুমীর কলেজে বিতর্ক উৎসব

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব- জিটিসি ডিসি (১৬, ১৭, ১৮ জুলাই) ৩দিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক উৎসব- ২০২২ -এর আয়োজন করেছে।  শনিবার (১৬ জুলাই) “ জিটিসি ডিসি ২য় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।

“জিটিসি ডিসি ২য় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২২” এর উদ্বোধন ঘোষণা করেন সাবেক সংসদ সদস্য এবং দৈনিক ইত্তেফাক -এর সম্পাদক জনাব তাসমিমা হোসেন।

উৎসব বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানা।

সভাপতিত্ব করেছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব-এর মডারেটর সালমা বেগম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন, সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রধান প্রশিক্ষক অধ্যাপক ড. রতন সিদ্দিকীসহ প্রশিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জাবেদ ইকবাল এবং সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব এর মহাপরিচালক লুভনা আক্তার।

উক্ত অনুষ্ঠানে প্ল্যানচেট বিতর্ক, পেশাজীবী বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও, সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন সহ-শিক্ষা সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে “মেধাবী প্রজন্ম বিনির্মাণে সহ শিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজিত হয়েছিলো। এই আয়োজনে বাঁধন, বি এন সি সি, জিটিসি-ইবিসি, তিতুমীর আর্ট ক্লাব, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, ক্লিন এন্ড গ্রীণ ক্যাম্পাস তিতুমীরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৭ জুলাই সারাদিন ২২টি বিভাগের ৪৪ টি দলের বিতর্ক চলবে যেখানে ১৫০ জনের মতো বিতার্কিক অংশগ্রহণ করবে।

এর পাশাপাশি আগামী ১৮ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সেমি-ফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৮ তারিখে বারোয়ারি বিতর্ক এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করবে।

২০১৯ সালে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, জিটিসি ডিসি প্রথমবারের মত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে যেখানে তিতুমীর কলেজের ৪৫০ জনের মত বিতার্কিক অংশগ্রহণ করেছিলো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121623 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 11:29:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group