• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: তথ্যমন্ত্রী

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: তথ্যমন্ত্রী

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৫:১৮
  • ৪১২

ছবি: সংগৃহীতদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূল পর্যায়ে দলের ঐক্য গুরুত্বপূর্ণ। দল ঐক্যবদ্ধ থাকলে এবারও (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে) ধস নামানো বিজয় হবে। শেখ হাসিনা চতুর্থবারের মতো বিজয়ী হবেন।

তিনি বলেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে ঘুরে বেড়ায়। তারা মাঠে নেই।

রোববার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সভায় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121643 ,   Print Date & Time: Wednesday, 29 October 2025, 11:06:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group