• হোম > জাতীয় > লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ০৯:২৯
  • ৪৫৬

 

ছবি: সংগৃহীতপ্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে পামতেলের দামও লিটারে ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। নতুন দাম পড়বে ১৪৮ টাকা। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার থেকে নতুন দামের সয়াবিন ও পামতেল বাজারজাত করা হবে। এ ছাড়া আগের দামের যেসব বোতল বাজারে আছে সেগুলো আগের দামেই বিক্রি হবে বলে জানান তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা পড়বে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121677 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 01:37:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group