• হোম > আন্তর্জাতিক > শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ০৯:৪০
  • ৩৯৫

 ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটিতে আজ থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিক্রমাসিংহে একটি গেজেট নোটিশ জারি করেছেন।

এতে তিনি বলেছেন- জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদে অনুষ্ঠিত ভোটের আগে জরুরি অবস্থার এই ঘোষণা এলো। আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া।

সূত্র : কলম্বো গেজেট


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121681 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 01:16:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group