• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রামুতে শাশুড়িকে হত্যার পর মাটিচাপা দিয়েছে পুত্রবধূ

রামুতে শাশুড়িকে হত্যার পর মাটিচাপা দিয়েছে পুত্রবধূ

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ০৯:৪৪
  • ৫৫৩

ছবি: সংগৃহীত

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালীর হাজির পাড়ায় শ্বাশুড়িকে হত্যার পর কেটে টুকরো টুকরো করে বাড়ির আঙিনায় মাটিচাপা দিয়েছে পুত্রবধূ। নিহতের নাম মমতাজ বেগম (৬০)।

গতকাল সকালে নিহতের ছেলে বাড়ির পাশে টিউবওয়েলে গেলে পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পায় এবং অল্প মাটি খুঁড়তেই তার মায়ের শাড়ি দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা অবস্থায় নিহত মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

জানা গেছে, প্রাথমিকভাবে শ্বাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত রাশেদা বেগম (২৫) এবং অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে। অভিযুক্ত রাশেদা স্বীকার করে যে, নিহত মমতাজ বেগমের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর টুকরো টুকরো করে বস্তাবন্দি করে লাশ। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের পাশে বস্তাবন্দি করে লাশ মাটিচাপা দেয়।

পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে থাকা রামু থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মনজু বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সরকারি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121683 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:32:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group