• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল : তথ্যমন্ত্রী

বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল : তথ্যমন্ত্রী

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১১:০৪
  • ৪৫৪

 ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছিল। তাদের (বিএনপির) আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

রোববার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর কন্যাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন শেখ হাসিনা তার প্রতিবাদ করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, নেত্রীকে যখন গ্রেপ্তার করা হয়, আমরা ঘরে ছিলাম না। আমরা জানতাম তিনি গ্রেপ্তার হবেন। নেত্রীও জানতেন। তখন আমি এবং আমার এক বন্ধুর বাসায় থাকতাম রাতে। সেদিন (২০০৭ সালের ১৬ জুলাই) সুধাসদন তছনছ করা হয়। প্রধানমন্ত্রীর স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকেও সেদিন অপমান করা হয়।

দেশের রিজার্ভ কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দেশে ৩ মাস আমদানির মতো রিজার্ভ থাকলেই সেটি স্বস্তিদায়ক। আমাদের ৬ মাস আমদানির রিজার্ভ আছে। কাজেই এটি কোনো চিন্তার বিষয় নয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121705 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 11:29:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group