• হোম > বিনোদন > অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১১:৪৯
  • ৫৮৯

 ছবি: সংগৃহীত

ভারতে তারকাদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিনই কারো না কারো মৃত্যুর খবর গণমাধ্যমে আসছে। এবার এলো আরও এক তারকার মৃত্যুর সংবাদ। কলকাতায় আরেক উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী ওই মডেলের নাম পূজা সরকার। রোববার (১৭ জুলাই) ভোরে গলায় গামছা পেঁচানো অবস্থায় নিজের ঘর থেকে

পূজা গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী ছিলেন। কয়েক মাস আগে বাঁশদ্রোণীর ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন পূজা। তার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুও সেই ফ্ল্যাটে থাকতেন বলে গণমাধ্যম থেকে জানা যায়। ফ্ল্যাটের আশপাশের প্রতিবেশীদের ভাষ্যমতে, প্রায়ই পূজা ও তার বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হত।

কথা কাটাকাটি থেকে ঝগড়ার আওয়াজ শোনা যেত। তবে শনিবার তাদের মধ্যে ঝামেলা হয়েছিল কি না, তা জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফেরা থেকে শুরু করে ফ্ল্যাটে প্রায়ই ঝামেলা হতো।

 

এদিকে, মডেলের প্রেমিককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের মধ্যে অশান্তি হয়েছিল কিনা, ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, তাদের সঙ্গে মডেল পূজার এক বান্ধবী সাবলেট থাকতেন। তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা, খুন নয়, আত্মঘাতী হয়েছেন এই তরুণী। এই নিয়ে গত ৩ মাসে ৭ জনের বেশি উঠতি মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়।

সূত্র: আজটাক বাংলা

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121717 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 01:48:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group