• হোম > জাতীয় > বিতাড়িত করতে হবে না, দায়িত্ব ছেড়ে দিব : সিইসি

বিতাড়িত করতে হবে না, দায়িত্ব ছেড়ে দিব : সিইসি

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১২:০২
  • ৪৮৩

 ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। প্রয়োজন হলে দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দিব।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এক কথা বলেন সিইসি। আগামী দ্বাদশ নির্বাচন কেমন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোন আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

সিইসি বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দিব। যেকোন উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121721 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:06:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group