• হোম > খেলা > পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়াল ভারত

পাকিস্তানের সঙ্গে ব্যবধান বাড়াল ভারত

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১৩:০৩
  • ৩১২

 ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতায় পাকিস্তানের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্টে ব্যবধান বাড়িয়েছে ভারত।

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনেই ছিল রোহিত শর্মার ভারত। চারে ছিল পাকিস্তান। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১০৬। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে আরও ৩ রেটিং পয়েন্টে এগিয়ে গেল।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে ভারত। অন্যদিকে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পূর্বের স্থানে আছে পাকিস্তান।

এদিকে ভারতের কাছে সিরিজ হারলেও নিজেদের দ্বিতীয় অবস্থান এখনও ধরে রেখেছে ইংল্যান্ড। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে আছে জস বাটলারের দল। তবে আগের চেয়ে ৩ পয়েন্ট হারিয়েছে দলটি।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ভারতের কাছে সিরিজ হারে ইংলিশদের কাছ থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা।

১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছে অ্যারন ফিঞ্চের দল। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এদিকে প্রোটিয়ানরা যদি ইংল্যান্ডকে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তবে তাদের সামনে চারে ওঠার সম্ভাবনা থাকবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশের রেটিংয়ে আরও ১ পয়েন্ট যুক্ত হয়েছে। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে কেবল ১ রেটিং পয়েন্টে পিছিয়ে আছে টাইগাররা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121738 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:20:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group