• হোম > জীবন > সিএমপির নতুন কমিশনার কৃষ্ণপদ রায়

সিএমপির নতুন কমিশনার কৃষ্ণপদ রায়

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১৫:১৫
  • ৪০২

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুল দিচ্ছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩১তম কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়। আজ সোমবার সকালে সিএমপির সদর দফতরে তিনি যোগদান করেন।

এসময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। পরবর্তীতে সিএমপি কমিশনার দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121756 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:17:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group