• হোম > খেলা > সর্বোচ্চ আন্তর্জাতিক রান লিটনের, পিছু নিয়েছেন বেয়ারস্টো-বাবর-পন্থরা

সর্বোচ্চ আন্তর্জাতিক রান লিটনের, পিছু নিয়েছেন বেয়ারস্টো-বাবর-পন্থরা

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১৬:১৭
  • ৩৬০

ছবি: সংগৃহীত স্বপ্নের মতো মৌসুম কাটছে লিটন কুমার দাসের। অথচ গত বছরই তাকে কতই না সমালোচনা সহ্য করতে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় তার রানের ওপর ডিসকাউন্টও দিয়েছিল একাধিক প্রতিষ্ঠান। সেই লিটন মুখে কোনো জবাব দেননি।

ব্যাট হাতে ফর্ম ফিরে পেয়ে রান বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। বাংলাদেশ যে লিটনকে চেয়েছিল, তিনি সেই লিটন হয়ে উঠেছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও লিটন শীর্ষে।

চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক লিটন কুমার দাস। উইন্ডিজ সিরিজ শেষে তিন ফরম্যাট মিলিয়ে লিটনের আন্তর্জাতিক রান ১২১৪। দুই নম্বরে আছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো। তার সংগ্রহ ১০৩৯ রান। বেয়ারস্টোর থেকে ৭ রান পিছিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এখন পর্যন্ত তিনি করেছেন ১০৩২ রান। আর ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ৯৮৮ রান করে আছেন চার নম্বরে।

মজার ব্যাপার হলো, সেরা চারের তিনজনই উইকেটকিপার ব্যাটার। চলতি বছর আট টেস্টের ১৪ ইনিংসে ৪৭.০৭ গড়ে লিটনের সংগ্রহ ৬৫৯ রান। সর্বোচ্চ ১৪১ রানসহ আছে দুটি সেঞ্চুরি আর চারটি হাফসেঞ্চুরি। ৯ ওয়ানডেতে এক সেঞ্চুরিতে করেছেন ৪১৯ রান। গড় ৫২.৩৭ এবং স্ট্রাইক রেট ৮৪.৯৮। তবে টি-টোয়েন্টিতে লিটন এ বছরও নড়বড়ে। পাঁচ ম্যাচের ৫ ইনিংসে করেছেন ১৩৬ রান। সর্বোচ্চ ৬০। গড় ২৭.২০ আর স্ট্রাইক রেট ১২০.৩৫।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121762 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:23:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group