• হোম > বিনোদন > কৃতজ্ঞতা জানালেন লোপেজ

কৃতজ্ঞতা জানালেন লোপেজ

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১১:৫৩
  • ৪৫২

সংগৃহীত ছবি

বিয়ে করেছেন সংগীতশিল্পী, অভিনেত্রী জেনিফার লোপেজ এবং হলিউড পরিচালক ও অভিনেতা বেন অ্যাফ্লেক। লাস ভেগাসে হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। মিসেস লোপেজের বরাত দিয়ে ঘটনাটি জানিয়েছে বিবিসি। নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, আমরা এটা করেছি। প্রেম সুন্দর। প্রেম সদয়। দেখা যাচ্ছে যে, প্রেম ধৈর্যশীলও। বিশ বছরের ধৈর্য। লোপেজের ‘অন দ্য জেলো’ সাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে যে, জেনিফার ও বেন শনিবার লাস ভেগাসে গিয়েছিলেন এবং বিয়ের লাইসেন্স নিতে আরও চার হবু দম্পতির সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন। জেনিফার-বেন দীর্ঘদিনের পরিচিত।

একসময় তাদের প্রেম ছিল এবং বাগদানও হয়েছিল। সেই বাগদান ভাঙার ১৭ বছর পর আবারো বাগদান এবং বিয়ে করলেন তারা। গত বছর থেকে লোপেজ ও বেনকে দেখা যাচ্ছে একসঙ্গে। প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জুটি তাদের মেলামেশা ও সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা ছিলেন। ২০ বছর পর আবারো তাদের এক হওয়ার ঘটনায় ভক্ত, অনুসারী, নেটিজেনরা খুশিই হয়েছিল। লাস ভেগাসের নেভাদায় ক্লার্ক কাউন্টি ক্লার্কের অফিসের রেকর্ড সিস্টেমে দেখা গেছে যে জেনিফার লোপেজ তার নাম পরিবর্তন করে জেনিফার অ্যাফ্লেক রাখার প্রস্তুতি নিচ্ছেন। জেনিফার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, পাঁচ সন্তানের সুন্দর একটি পরিবার আমি পেয়েছি এবং একটি জীবন, যা পাওয়ার জন্য অপেক্ষা করার মতো কারণ ছিল না। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের প্রথম দেখা ২০০২ সালে। গিগলি নামের একটি সিনেমা করছিলেন তারা। ২০০৩ সালে বাগদান হয় তাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121816 ,   Print Date & Time: Saturday, 17 January 2026, 01:26:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group