• হোম > জাতীয় > ঈদযাত্রায় সড়কে ৩৯৮ প্রাণহানি

ঈদযাত্রায় সড়কে ৩৯৮ প্রাণহানি

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১২:১৬
  • ৪২৪

 ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় (৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত) ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯৮ জন এবং আহত হয়েছে ৭৭৪ জন। তবে রেল ও নৌ দুর্ঘটনাসহ সব মিলিয়ে নিহত ৪৪০ জন এবং আহত ৭৯১ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ এবং নিহত বেড়েছে ৩১ দশমিক ৪১ শতাংশ।

তিনি বলেন, এবারের ঈদে ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছে। যা সড়ক দুর্ঘটনায় নিহতের ৩৫ দশমিক ৪২ শতাংশ।

এবারের ঈদে সবচেয়ে বেশি ভাড়া নৈরাজ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩০০ টাকার ভাড়া যাত্রীদের দুই হাজার টাকা পর্যন্ত গুনতে হয়েছে।

মোজাম্মেল হক বলেন, ঈদযাত্রায় রাজধানী থেকে এক কোটি ২০ লাখ এবং আন্তঃজেলায় যাতায়াত করেছে চার কোটি মানুষ। এছাড়া বাসের পাশাপাশি সড়কে ছিল ২৫ লাখ মোটরসাইকেল ও ৪০ লাখ ইজিবাইক।

ঈদযাত্রায় চার ঘণ্টার যাত্রা ১৫ থেকে ২০ ঘণ্টা সময় লেগেছে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121824 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 01:29:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group