• হোম > বিনোদন > আবারও বিয়ে করলেন জেনিফার লোপেজ

আবারও বিয়ে করলেন জেনিফার লোপেজ

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১২:৩৯
  • ৫২০

ছবি: সংগৃহীতদীর্ঘ ২০ বছরের পুরনো তাদের সম্পর্ক, এবার সেই সম্পর্ককে আইনিভাবে প্রতিষ্ঠা করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ২ দশকের প্রেমের সম্পর্কে এসেছিল তিক্ততাও বিচ্ছেদের পথেও হেঁটেছিলেন তারা।

জেনিফার ও অ্যাফ্লেকের সম্পর্কের গতিপথ একটু ব্যতিক্রম। ২০০১ সালের দিকে প্রেমে জড়িয়েছিলেন তারা। এরপরের বছর বাগদানও সারেন। ঘোষণা দেন, শিগগিরই বিয়ে করবেন। কিন্তু ২০০৪ সালের জানুয়ারিতে ভেঙে যায় সম্পর্ক।

এরপর কেটে যায় দীর্ঘ ১৮ বছর। তবে গত বছরই নিজেদের মধ্যে মনোমালিন্য মিটিয়ে ফের সম্পর্কে জড়ান এই দুই তারকা। ১৬ জুলাই লাস ভেগাসে বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। এখানেই শেষ নয়, নিজের পদবি পরিবর্তনও করে ফেলেছেন নায়িকা, জেনিফার লোপেজ থেকে তিনি এখন জেনিফার অ্যাফ্লেক।

জেনিফারের বিয়ের সাজ প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু, হেয়ারস্টাইলিস্ট ক্রিস অ্যাপলটাউন। তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর ব্রাইডাল লুক শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি সাধারণ সাদা বিয়ের গাউনে ঘুরে বেড়াচ্ছেন জেনিফার। ভিডিওর ক্যাপশনে ক্রিস লিখেছেন, ‘বিয়ের আগে শেষ মুহূর্তের অনুভূতি।’

এটি জেনিফারের চতুর্থ বিয়ে। এর আগে তিনি মার্ক অ্যান্থনি, ক্রিস জুড ও ওজানি নোয়াকে বিয়ে করেছিলেন। অন্যদিকে বেন অ্যাফ্লেকের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে তিনি অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121835 ,   Print Date & Time: Tuesday, 2 December 2025, 09:59:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group