• হোম > ঢাকা > ডাসার উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র সাক্ষাৎ ও মতবিনিময়

ডাসার উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র সাক্ষাৎ ও মতবিনিময়

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১৪:১৭
  • ৪৭৭

ডাসার উপজেলার সদ্য যোগদানকৃত ইউএনও সারমীন ইয়াছমীনকে সম্মাননা স্মারক দিচ্ছেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সদস্যরা

কালকিনি (মাধারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডাসার উপজেলার সদ্য যোগদানকৃত ইউএনও সারমীন ইয়াছমীন। পরে ডাসার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে “স্মৃতি স্মারক” ক্রেস্ট প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯ টায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, সহসভাপতি মোঃ মিলন বেপারী, যুগ্ম সম্পাদক সঞ্চয় সরকার, প্রচার সম্পাদক কাজী নাফিজ ফুয়াদ, ক্রিড়া সম্পাদক হেমায়েত হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, কার্যকারী সদস্য রায়হান উদ্দিন রুবেল, সাধারণ সদস্য বিজন নাগ, আসাদুজ্জামান, ও নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন।

নবাগত ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, আপনাদের নতুন উপজেলা আমি নতুন এবং প্রথম ইউএনও। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

আমরা সবাই যদি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করি তাহলে ডাসার উপজেলার সম্মান দীর্ঘ থেকে দীর্ঘতম হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121857 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 02:30:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group