• হোম > খেলা > অবশেষে আলোর মুখ দেখতে চলেছে আঞ্চলিক ক্রিকেট

অবশেষে আলোর মুখ দেখতে চলেছে আঞ্চলিক ক্রিকেট

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১৬:৪৮
  • ৪৩৭

 ছবি: সংগৃহীত

প্রান্তিক সংগঠকদের দীর্ঘদিনের চাওয়া ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন। অবশেষ সেটি আলোর মুখ দেখতে চলেছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের মাধ্যমে অনুমোদিত হয়েছে এ রূপরেখা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী বোর্ড সভার আগেই সব চূড়ান্ত হয়ে যাবে। যেসব বিভাগ থেকে একজন বোর্ড পরিচালক, সেখানকার কমিটিতে থাকবেন ১১ জন সদস্য। আর দুইজন করে বোর্ড পরিচালক যে বিভাগে, সেখানকার কমিটি হবে ১৭ সদস্যের।

প্রথম ধাপে বিসিবির মনোনীত সদস্যরা কমিটিতে থাকবেন। পরবর্তীতে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

আঞ্চলিক ক্রিকেট সংস্থার মাধ্যমে সংগঠকদের কাজের ব্যাপ্তি বাড়বে। স্বাধীনভাবে কাজ করতে পারবেন তারা। ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ এ কাঠামোতে ক্রিকেট পরিচালনা করে থাকে।

ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ছয় ক্লাব থেকে আগে বিসিবির কাউন্সিলর হতে পারতেন দুজন। এখন প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের ক্লাবগুলো থেকেও একজন করে কাউন্সিলর হবেন। নতুন এই ধারাও সর্বসম্মতভাবে পাশ হয়েছে সভায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121873 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 11:10:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group