• হোম > বিনোদন > ফের অন্তঃসত্ত্বা কারিনা!

ফের অন্তঃসত্ত্বা কারিনা!

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১২:২১
  • ৫৬৭

 ফাইল ছবি

লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। ডায়েটের তোয়াক্কা না করেই পেটপুজো করেছেন। তাতেই মেদ খানিক বেড়েছিল। বিশেষ করে মধ্যপ্রদেশে। অন্তঃসত্ত্বা নাকি? তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন কারিনা কাপুর? রসিকতা করেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কারিনা। সেখানেই মনের কথা জানান, নানা ছবি-ভিডিও শেয়ার করেন। লন্ডনে থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কারিনার নজরে পড়েছে। তার জবাব দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সাইফের মতে দেশের জনসংখ্যায় তার একটু বেশিই অবদান রয়েছে। ২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের নবাব সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা।

 

বিয়ের চার বছর পর প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন অভিনেত্রী। তার পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গির ওরফে জেহর জন্ম হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121922 ,   Print Date & Time: Saturday, 24 January 2026, 05:13:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group