• হোম > জাতীয় > বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে যাত্রীদের বিক্ষোভ

বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে যাত্রীদের বিক্ষোভ

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১২:৩৬
  • ৩৯০

 ছবি: সংগৃহীত

টিকিট না পাওয়ার অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা।

বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ট্রেনটিকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।

তিনি বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121928 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:04:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group