• হোম > বিনোদন > ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১২:৫০
  • ৪২৪

 ছবি: সংগৃহীত

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বিয়ের সম্ভাব্য সময় আগামী বছর, এরই মধ্যে ঢালিউড খানের জন্য দেখা হচ্ছে পাত্রী।

এমন তথ্য নিজেই জানিয়েছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

যদিও শাকিব খানের এমন বক্তব্য নতুন নয়। বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এই একই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর।

এদিকে, অপু বিশ্বাস, শবনম বুবলীর পর শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে। এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’

শাকিব খান ২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ যুগলের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121932 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:47:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group