• হোম > ঢাকা | বাংলাদেশ > রনির অভিযোগের শুনানি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

রনির অভিযোগের শুনানি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৪:১৯
  • ৩৭৬

 ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার বদল চেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানকারী মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এই শুনানি শুরু হয়।

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি। এ রায়ে মহিউদ্দিন রনি সন্তোষ প্রকাশ করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121952 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:35:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group