• হোম > রাজশাহী > হাতের মেহেদির রঙ না মুছতেই লাশ হলো স্বামী-স্ত্রী

হাতের মেহেদির রঙ না মুছতেই লাশ হলো স্বামী-স্ত্রী

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৬:১৫
  • ৪০১

হাতের মেহেদির রঙ না মুছতেই লাশ হলো স্বামী-স্ত্রী

হাতের মেহেদির রঙ না মুছতেই নওগাঁর আত্রাইয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকরের মেয়ে। তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

পরিবারের বরাতে দিয়ে ওসি বলেন, ‘ঈদ-উল-আজহার একসপ্তাহ আগে পারিবারিক ভাবে মামাতো-ফুপাতো ভাই-বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন স্বামী-স্ত্রী। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। ডাকাডাকিতে কোন সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাসুমের গলায় গামছা ও লিমা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে তারা আত্নহত্যা করেছেন। তবে ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121961 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 06:13:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group