• হোম > ফুটবল > রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল বার্সেলোনা: রাফিনিয়া

রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল বার্সেলোনা: রাফিনিয়া

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৬:৩৯
  • ৪৯৫

রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল বার্সেলোনা: রাফিনিয়া

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেটাও আবার রবার্ট লেভান্ডভস্কিকে বেঞ্চে বসিয়ে রেখেই! তাতে এই স্কোরলাইনের মাহাত্ম্যটাও বেড়ে যাচ্ছে কয়েক গুণে। লেভান্ডভস্কিকে দলে ভেড়ানোর খবরটা আনুষ্ঠানিকভাবে জানানোর আগের দিন রাফিনিয়াকে দলে ভিড়িয়েছে বার্সা। সেই রাফিনিয়াই এক গোল আর জোড়া অ্যাসিস্ট করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।

তবে তিনি জানালেন, পরের ম্যাচের জন্য তর সইছে না তার। জানালেন, তার চোখে রিয়াল মাদ্রিদের চেয়েও ভালো তার দল বার্সা।

অভিষেকে দুর্দান্ত পারফর্ম্যান্সে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘আমার প্রথম গোলটা করতে পেরে আমি দারুণ খুশি। দারুণ একটা ম্যাচ ছিল। আমরা ভালোভাবে পারফর্ম করার চেষ্টাই করেছিলাম। আমি দারুণ খুশি, আর এই পারফর্ম্যান্সটা ধরে রাখতে চাই।’

বার্সেলোনার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের পরের সূচিটাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে রাফিনিয়ার ভাষ্য, ‘প্রতিপক্ষের জালে সবসময়ই বল জড়াতে চাইবেন আপনি। আর যদি সেটা হয় এল ক্ল্যাসিকো, সে চাওয়াটা আরও বেড়ে যায়। এখানে জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121969 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 08:25:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group