• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > দেশে গুগলের ভূমিকম্প অ্যালার্ট চালু

দেশে গুগলের ভূমিকম্প অ্যালার্ট চালু

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৬:৪৯
  • ২১৬৫

দেশে গুগলের ভূমিকম্প অ্যালার্ট চালু
ভূমিকম্প শনাক্ত এবং সতর্ক করতে বাংলাদেশে আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েডনির্ভর ফিচারটি ভূমিকম্প শনাক্তে ও মানুষকে সতর্ক করতে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেন্সর এ ফিচার ব্যবহার করে। এ ছাড়া সক্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর মাধ্যমে ভূকম্পনসংক্রান্ত বিভিন্ন বিষয় শনাক্ত করতে এ সিস্টেমটি অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে। অ্যান্ড্রয়েডে ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের দু’ভাবে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্কবার্তা পেতে সহায়তা করে; যা হলো সার্চের মাধ্যমে ও সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস থেকে।

সিস্টেমটি ব্যবহারকারীদের গুগল সার্চের মাধ্যমে ভূমিকম্পসংক্রান্ত ‘নিয়ার ইন্সট্যান্ট ইনফরমেশন’ (নিকটবর্তী স্থানের ভূমিকম্প-সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য) প্রদান করবে। এ ফিচারটি ব্যবহার করে গুগলে ‘আর্থকোয়াক’ অথবা ‘আর্থকোয়াক নিয়ার মি’ লিখে সার্চ করলে ভূমিকম্পসংক্রান্ত বিভিন্ন বিষয় চলে আসে। একই সঙ্গে ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও এ ফিচার থেকে মানুষ বিভিন্ন তথ্য পাবেন। তবে যেসব ব্যবহারকারী ভূমিকম্প সম্পর্কিত এ ধরনের তথ্য পেতে চান না, তাঁরা ডিভাইস সেটিংয়ে গিয়ে সতর্কবার্তার বিষয়টি বন্ধ করে রাখতে পারবেন।

পাশাপাশি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি একটি ভৌগোলিক এলাকার ব্যবহারকারীরা গুগল সার্চে ভূমিকম্পের তথ্য অনুসন্ধান করে একটি অ্যালার্ট কার্ডও খুঁজে পাবেন এবং ক্রাউডসোর্সড ফিডব্যাকও প্রদান করতে পারবে। মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম দুটি ভিন্ন ধরনের সতর্কতা বার্তা প্রদর্শন করে। তবে, এটি ভূমিকম্পের ভয়াবহতা ও তীব্রতার ওপর নির্ভর করে।

ভূমিকম্পের মাত্রা ৩ কিংবা ৪ হলে ‘বি অ্যাওয়ার’ ফিচারটি মানুষকে সতর্ক করবে। এ ধরনের পরিস্থিতিতে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্বসহ ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠানো হয়। ভূমিকম্পের মাত্রা ৫-এর বেশি হলে ‘টেক অ্যাকশন’ ফিচারটি ভূমিকম্পের ফুল-স্ট্ক্রিন সতর্কবার্তা প্রদান করবে। সম্ভাব্য ভয়াবহ ঝাঁকুনিতে মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করতে ডিভাইসে ফুল-স্ট্ক্রিন নির্দেশনা ভেসে উঠবে এবং ফোনটি উচ্চমাত্রার সংকেত প্রদান করবে। ২০২০ সালের আগস্ট মাসে চালুর পর ফিচারটি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, গ্রিস, কাজাখস্তান, ফিলিপাইন, তুরস্কসহ বেশ কয়েকটি দেশে চালু রয়েছে। ডিভাইসে সতর্কবার্তাটি চালু আছে কিনা তা জানতে সেটিং>লোকেশন>অ্যাডভান্স> আর্থকোয়াক অ্যালার্ট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121973 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 07:09:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group