• হোম > আন্তর্জাতিক > শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৬:৫২
  • ৪৪৬

 ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। দেশটির জনগণকে মারাত্মক অর্থনৈতিক সংকটে ফেলে গোতাবায়া রাজাপাকসে বিদেশে পালিয়ে যাওয়ায় দেশটির পার্লামেন্টে আজ (বুধবার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে ভোটগণনা শেষে রনিলকে বিজয়ী ঘোষণা করেন দেশটির পার্লামেন্টের স্পিকার।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩৪ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট।

রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর গত সপ্তাহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সে সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও অফিস দখল করে নেয় বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িও পুড়িয়ে দেয় এবং তার অফিসে হামলা চালায়। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121975 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:28:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group