• হোম > আন্তর্জাতিক > তাপপ্রবাহে স্পেনে মৃত্যুর সংখ্যা ৫০০ ছড়িয়েছে

তাপপ্রবাহে স্পেনে মৃত্যুর সংখ্যা ৫০০ ছড়িয়েছে

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:০৭
  • ৭২৯

 ছবি: সংগৃহীত

স্পেনে গেলো ১০ দিনের তাপপ্রবাহে ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার (২০ জুলাই) এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। চলমান তাপপ্রবাহ দেশটিতে রেকর্ড পরিমাণ বলেও জানান তিনি। খবর এএফপির।

সানচেজ সেদেশের স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত পরিসংখ্যানের তথ্য উদ্ধৃত করে বলেন, তাপপ্রবাহের ফলে ৫০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে। এ সময় তিনি নাগরিকদের চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এদিকে স্পেনের আবহাওয়া অধিদফতর এইএমইটি জানিয়েছে, জুলাইয়ের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত স্পেনে রেকর্ড করা তাপপ্রবাহ ছিল সবচেয়ে তীব্র।

পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশকে প্রভাবিত করে স্পেনে তাপপ্রবাহ ছড়িয়েছে। গেলো সপ্তাহে কোনো কোনো এলাকায়

পারদের মাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত গিয়ে ঠেকেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122017 ,   Print Date & Time: Monday, 22 December 2025, 05:59:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group