• হোম > শিক্ষাঙ্গন > রাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে ইডেনছাত্রীর মৃত্যু

রাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে ইডেনছাত্রীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:২২
  • ৪৯০

 ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে বংশাল নর্থ সাউথ রোড মোহাম্মদ ট্রেডিংয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সালমা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। বর্তমানে তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন, তিনি রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন।

নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান জানান, ইডেন কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স ও সম্প্রতি মাস্টার্স শেষ করেছিলেন সালমা। ঈদের ছুটিতে সে গ্রামে গিয়েছিল। তারা ভোলা থেকে লঞ্চে সদরঘাটে আসে ভোর সাড়ে তিনটার দিকে। পরে তারা রিকশায় উঠে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসের দিকে যাচ্ছিলো। পথে বংশাল এলাকায় রিকশা জোরে ব্রেক করলে উল্টে যায়, তখন সালমা ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল কণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটারিচালিত রিকশা উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সালমা মারা গেলেও তার চাচাতো ভাই হাসান সামান্য আহত হয়েছেন। ঘটনার পরপরই রিকশাচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122022 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 03:27:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group