• হোম > খুলনা > গলায় ওড়না পেঁচানো অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের লাশ উদ্ধার

গলায় ওড়না পেঁচানো অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১৩:২৮
  • ৪৬৫

লাবনী আক্তার (ছবি-সংগৃহীত)

গলায় ওড়না পেঁচানো অবস্থায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর লাশ উদ্ধার করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন খুলনা মেট্রোর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, খন্দকার লাবণী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি। তিনি বিসিএস ৩০ ব্যাচের ছিলেন।

এদিকে মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদ থেকে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তার লাশও মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। মাত্র দেড় মাস আগে বদলি হয়ে তিনি মাগুরায় আসেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122060 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 01:21:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group