• হোম > বিনোদন > নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই : অপু বিশ্বাস

নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই : অপু বিশ্বাস

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১৪:৫৯
  • ৩৮৭

 ছবি: সংগৃহীতঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। ২০২১-২২ অর্থবছরের ‘লাল শাড়ি’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।

গত বুধবার (২০ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সচিব। এদিন অনুদান পাওয়া অন্যদের হাতেও চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুদানের চেক হস্তান্তরের কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’

ঢালিউড কুইন আরও লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি, সব সময় এভাবেই আপনাকে বাংলা চলচ্চিত্রের পাশে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

প্রসঙ্গত, গত ১৫ জুন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর নাম প্রকাশ করা হয়। এ বছর মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাল শাড়ি’। এই সিনেমার প্রযোজক চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122077 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 07:46:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group