• হোম > আন্তর্জাতিক | আসাম > সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ আসছেন আসামের মুখ্যমন্ত্রী

সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ আসছেন আসামের মুখ্যমন্ত্রী

  • শুক্রবার, ২২ জুলাই ২০২২, ১১:০৪
  • ২৩৭৩

সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ আসছেন আসামের মুখ্যমন্ত্রী

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শার্মা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে সফরে আসছেন। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা যায়, তিন দিনের সফরে ২৫ জন মুক্তিযোদ্ধা আসামে অবস্থান করছেন। সেখানে তাদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর।

বৈঠকের পর টুইটে হিমন্ত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসামের গুরুত্বপূর্ণ অবদান ছিলো। সেই যুদ্ধে আসামের ৯ জন বীর শহীদ হয়েছিলেন। এমনকি রাজ্যের কিছু পুলিশ সদস্য সে সময় মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

অন্য এক টুইটে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন আমাকে সেখানে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণকে সম্মান জানাই। দুই দেশের সম্পর্ক জোরদারে আমি এই সফর করবো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122103 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 08:40:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group