• হোম > জাতীয় > দেশে বিদ্যুতের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যুতের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১০:০৭
  • ২১৫৯

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনদেশে বিদ্যুতের অভাব নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২২ জুলাই ) রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অভাব না থাকলেও আগাম সতর্কতা হিসাবে সরকার সাশ্রয়ের দিকে গেছে। আমাদের সক্ষমতা আছে, তবুও আমরা ইচ্ছা করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দেশে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তবে ইন্দোনেশিয়া আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির নেতারা অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122127 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 07:14:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group