• হোম > বিনোদন > ঢাকায় রোমানিয়ান গায়িকা ওটিলিয়া

ঢাকায় রোমানিয়ান গায়িকা ওটিলিয়া

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১০:৫৯
  • ৪৩৮

 

 ছবি: সংগৃহীত

সারা বিশ্বেই পরিচিত এক মুখ ওটিলিয়া। শুধু মুখে নয় পরিচিত তার কণ্ঠে। তিনি মূলত একাধারে গায়িকা এবং মডেলও বটে। নিজের গানেই তিনি বেশির ভাগ সময় মডেল হয়ে থাকেন।

জনপ্রিয় এই গায়িকা এবার বাংলাদেশে এসেছেন। যদিও আগে থেকেই এ কথা অনেকটা গুঞ্জন চলছিল। তবে সামজিক যোগাযোগামাধ্যমে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ওটিলিয়া তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’

এদিকে জানা যায়, শনিবার (২৩ জুলাই) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। মূলত ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার বাংলাদেশে আগমন।

প্রসঙ্গত, সুদর্শিনী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর সারা বিশ্বেই ব্যাপক পরিচিতি পান। এরপর তার অনে গানই শ্রোতারা দেখেছেন এবং শুনেছেন। তবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122133 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 01:37:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group