• হোম > অন্যান্য দল | রাজনীতি > ভারতের নব-নির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নতুনধারার শুভেচ্ছা

ভারতের নব-নির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নতুনধারার শুভেচ্ছা

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১১:২৮
  • ৪৪১

নতুনধারা বাংলাদেশ এনডিবি

বন্ধুদেশ ভারতের নব নির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দীনা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, নিপীড়িত-নির্যাতিত-বঞ্চিত মানুষদের দাবি বাস্তবায়নে তিনি নিজেকে সারাজীবন যেভাবে নিয়োজিত রেখেছেন, আগামী দিনগুলোতেও তা অব্যহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে শুধু তাঁর দেশে নয়; পার্শ্ববর্তী দেশগুলোর উন্নয়ন-কল্যাণেও তিনি নিজেকে নিবেদিত রাখবেন, নতুনধারার রাজনীতিকেরা তা মনে প্রাণে বিশ্বাস করে।

২২ জুলাই ধারার মিডিয়া সেল সদস্য প্রকৌশলী হাবিবাহ নাসরীন প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর পক্ষ থেকে আরো বলা হয়; আমাদের বন্ধু হিসেবে ভারত বরাবরই সাথে ছিলো, থাকবে; সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে তাঁর পক্ষ থেকেও যেন নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দেয়া হয়; সেই প্রস্তাব তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122139 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 12:08:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group