• হোম > আন্তর্জাতিক | পশ্চিম বাংলা > দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেপ্তার

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৪:১৫
  • ২৫৬০

ছবি: সংগৃহীতপ্রায় ২৭ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ শেষে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমানে শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। তাকে দিন রাত জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

এ সময় আইনশৃংঙ্খলা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি।

ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় নগদ ২১ কোটি টাকা ও ২০টি মোবাইল ফোন উদ্ধার করে ইডি। ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের বলেই প্রাথমিকভাবে ধারনা করছেন ইডি।

ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। প্রাথমিকভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয়। কোনও রকম তলবি নোটিশ ছাড়াই শুক্রবার সকাল সাড়ে সাতটায় পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। নাকতলার বাড়িতে পৌঁছনোর পরেই মন্ত্রীর নিরাপত্তারক্ষী ও দেহরক্ষীদের মোবাইল বন্ধ করার নির্দেশ দেন তদন্তকারীরা। একই নির্দেশ দেওয়া হয় পার্থকেও।

রাতভর চলে সেই জিজ্ঞাসাবাদ। এরপর শনিবার সকালে পার্থকে গ্রেপ্তার করা হয়।

সূত্র : আনন্দবাজার


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122159 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 05:10:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group