• হোম > জাতীয় পার্টি > সুষ্ঠু নির্বাচনের দাবিকে কিছু নেতা গালি মনে করেন: জিএম কাদের

সুষ্ঠু নির্বাচনের দাবিকে কিছু নেতা গালি মনে করেন: জিএম কাদের

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৭:২৩
  • ১০৩৩

সুষ্ঠু নির্বাচনের দাবিকে কিছু নেতা গালি মনে করেন: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন, তাকে গালি দেওয়া হয়েছে। মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। জনগণ চায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে।

শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথসভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন বিরোধী দলের উপনেতা জিএম কাদের।

জাপা চেয়ারম্যাান বলেন, নির্বাচন কমিশনের সংলাপে ৮০ ভাগ রাজনৈতিক দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিপক্ষে মতামত দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএমের গুণকীর্তন করছে। নির্বাচন কমিশনের বোঝা উচিত দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না। ভোটার প্রার্থীর নাম পড়ে নয়, দলের মার্কায় ভোট দেয়। ইভিএমে মার্কা তুলে দেওয়ার চেষ্টা দুরভিসন্ধিমূলক।

জিএম কাদের বলেন, ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করার পর থেকে দেশে অপরাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি উৎসবের নির্বাচনকে সহিংস করে তুলেছে। তাই এখন নির্বাচন যেন যুদ্ধ। যে দল জাতীয় নির্বাচনে পরাজিত হবে, তাদের নিশ্চিহ্ন হবার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পরাজিত দলের অস্তিত্ব টিকিয়ে রাখা দরূহ হয়ে পড়বে।

সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122177 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:38:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group