• হোম > রংপুর > বিরামপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বিরামপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৯:০৭
  • ৩৯২

বিরামপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 
“নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন, চরকাই মৎস্য খামারের খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, রায়হান কবীর চপল প্রমূখ।

উপজেলা মৎস কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করার সদয় সন্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুস হামিদ বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করার জন্য সদয় সন্মতি জ্ঞাপন করেছেন।তারই অংশ হিসেবে আমরা বিরামপুর উপজেলা মৎস্য অধিদপ্তর এ উপজেলায় র‍্যালী, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য অবমুক্ত করণ, মৎস্য চাষীদের স্বাস্থ্যবিধি নিয়ে মতবিনিময় ও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমাপনীসহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন কার্যক্রম চলবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122189 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:41:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group