• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি | রাজশাহী > বাউয়েটে মোবাইল আ্যাপস্ এন্ড গেইম টেস্টিং ল্যাব’র উদ্বোধন

বাউয়েটে মোবাইল আ্যাপস্ এন্ড গেইম টেস্টিং ল্যাব’র উদ্বোধন

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৯:১৩
  • ২১১২

বাউয়েটে মোবাইল আ্যাপস্ এন্ড গেইম টেস্টিং ল্যাব’র উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর একাডেমিক ভবনে স্থাপিত “মোবাইল অ্যাপস্ এন্ড গেইম টেস্টিং ল্যাব” এর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাউয়েট ক্যাম্পাসে প্রধান অতিথি একাডেমিক ভবন চত্বরে নাম ফলক উন্মোচন করেন ও ফিতা কেটে অ্যাপস্ ও গেইম টেস্টিং সেন্টারের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন মোবাইল অ্যাপস্ এবং গেইমিং পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লেকচার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ২০৪১ সালের প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্যের অফুরান শক্তিতে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, সাইবার সিকিউরিটি এবং মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শীর্ষ প্রযুক্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।’

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামান এনডিসি, পিএসসি. নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব:), সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কনকোর্সে চত্বরে বৃক্ষরোপন ও পরিদর্শন বই স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122191 ,   Print Date & Time: Saturday, 24 January 2026, 05:24:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group