• হোম > বিনোদন > ঢাকায় দর্শকদের মাতালেন ওটিলিয়া

ঢাকায় দর্শকদের মাতালেন ওটিলিয়া

  • রবিবার, ২৪ জুলাই ২০২২, ১০:২৮
  • ৩৭৯

 ছবি: সংগৃহীত

ঢাকায় দর্শকদের গান গেয়ে মাতালেন বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। এটিই তার প্রথম বাংলাদেশ সফর। শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন ওটিলিয়া।

অনুষ্ঠানে ‘নোকিয়া জি-২১’ মডেলের মোবাইল ফোন উদ্বোধন করা হয়। এরপর পুনরায় দর্শকদের সামনে গাইতে শুরু করেন তিনি। ওটিলিয়া বলেন, ‘আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় এসে অত্যন্ত আনন্দিত। আশা করি, সামনে আরও আসা হবে। আপনাদের ভালোবাসা দেখে, আমার গানের প্রতি মোহ দেখে এক কথায় আমি মুগ্ধ। ’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গানটি ইউটিউবে ৫৫ কোটির বেশি ভিউ হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122195 ,   Print Date & Time: Saturday, 24 January 2026, 02:17:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group