• হোম > ধর্ম > টানা ৫ বছর ধরে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ

টানা ৫ বছর ধরে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ

  • রবিবার, ২৪ জুলাই ২০২২, ১৬:৫৭
  • ৬৩৮

 ফাইল ছবি

মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। ‘মুহাম্মদ’ নামটি অনেক মুসলমান নিজের সন্তানের নাম হিসেবে রাখেন।

এ নামটি টানা পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। খবর আরব নিউজের।

গত বুধবার যুক্তরাজ্যের বেবি সেন্টারের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, গত চার বছরের মতো এ বছরও যুক্তরাজ্যের শিশুদের নামের তালিকায় শীর্ষস্থান দখল করেছে মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদের (সা.) নামটি।

বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। এর পর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নোয়াহ ও অলিভার।

ইংরেজিতে মুহাম্মদ নামে বানান করা হয়েছে— মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মাদ ইত্যাদি ইত্যাদি।

যুক্তরাজ্যে বর্তমানে ৩৩ লাখ মুসলিমের বসবাস। দেশটির রাজধানী লন্ডনেই মোট মুসলিম জনসংখ্যার ৫৯ শতাংশের বসবাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122254 ,   Print Date & Time: Friday, 17 October 2025, 09:34:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group