• হোম > রংপুর > ফুলবাড়ীতে ১৫০ নারীর মাঝে ১৭ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ

ফুলবাড়ীতে ১৫০ নারীর মাঝে ১৭ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ

  • রবিবার, ২৪ জুলাই ২০২২, ১৮:৩২
  • ৪৭৬

ফুলবাড়ীতে ১৫০ নারীর মাঝে ১৭ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়বর্ধক(আইজিএ)প্রশিক্ষন প্রকল্পের ১৩, ১৪ ও ১৫ ব্যাচের ১৫০ জনের মাঝে ১৭ লাখ ৬৯ হাজার ২শত টকার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার  (২৪ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122262 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 07:18:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group