• হোম > খেলা > এফডিসিতে যে কারণে সাকিব আল হাসান

এফডিসিতে যে কারণে সাকিব আল হাসান

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ০৯:২৬
  • ৫৩৫

 ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লেখা আছে বিএফডিসি।

ছবিতে তিনি মাথা ভর্তি ঝাঁকড়া চুল, হালকা গোঁফ আর গোটানো শার্ট পরে আছেন। আজ রোববার ছবিটি পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায়।

বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব আল হাসান একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করছেন। এজন্য আজ ও আগামীকাল এফডসির শুটিং ফ্লোর বুকিং রাখা হয়েছে।

তবে, সাকিব আল হাসান বিএফডিসিতে কোনো নতুন বিজ্ঞাপনের কাজে গেছেন নাকি আমরা তাকে শিগগির ঢালিউডের রঙিন জগতে আত্মপ্রকাশ করতে দেখব? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সাকিব আল হাসানের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122268 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 09:22:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group