• হোম > আন্তর্জাতিক > গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে যা বললেন ইলন মাস্ক

গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে যা বললেন ইলন মাস্ক

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ১২:৫৬
  • ৩৯৬

 

 ছবি: সংগৃহীত

সের্গে ব্রিন, মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তার বন্ধু আলোচিত ধনকুবের ইলন মাস্ক।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাস্ক। এ নিয়ে একটি টুইট বার্তায় এলন মাস্ক বলেন, “সের্গেই এবং আমি বন্ধু। গতরাতে একসাথে একটি পার্টিতে ছিলাম! আমি নিকোলকে তিন বছরে মাত্র দুবার দেখেছি, দুবারই তার আশেপাশে অনেক লোক ছিল। রোমান্টিক কিছু হয়নি।”

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ডিসেম্বরে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও ইলন মাস্ক মিয়ামির আর্ট বেসিল ফেস্টিভ্যালে সম্পর্কে জড়ান। ওই সময়ে শ্যানাহান ও সের্গে ব্রিন আলাদা হলেও একই বাড়িতে থাকছিলেন। একই সময়ে ইলন মাস্ক সঙ্গীতশিল্পী গ্রিমসের সঙ্গে কেবল সম্পর্ক ভেঙেছিলেন। ইলন মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান। ইলন মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান।

ইলন মাস্ক ও সের্গে ব্রিনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গভীর। সিলিকন ভ্যালিতে পরিদর্শনের সময় প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন মাস্ক। এছাড়া ব্রিন একবার বলেছিলেন, মৃত্যুর পর নিজের সম্পদ দাতব্যে দানের বদলে তিনি বরং তা মাস্ককে দিয়ে যেতে চান। সূত্র: ফক্স নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে, দ্য টেলিগ্রাফ, দ্য জেরুজালেম পোস্ট, ওয়ালস্ট্রিট জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122307 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:14:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group