• হোম > বিএনপি | রাজনীতি > প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত; রিজভী বললেন ‘সন্দেহজনক’

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত; রিজভী বললেন ‘সন্দেহজনক’

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৪:২৩
  • ৪১৯

 ছবি: সংগৃহীত

হঠাৎ করে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২৫ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। চায়ের দাওয়াতে নতুন কোনো ষড়যন্ত্র আছে কিনা সে প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, গুম-খুনকে রাষ্ট্র পরিচালনার অংশ করে ফেলেছে সরকার। জনগণেরে টাকা লুটপাট করছে। জনগণের আদালতে একদিন সব হরিলুটের বিচার করা হবে। দেশকে বাঁচাতে হলে গণতন্ত্রকে ফেরাতে হবে বলেও জানান বিএনপির এই নেতা।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চায়, বাধা দেব না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলে চা খাওয়াবো। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122317 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 02:13:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group