• হোম > বাংলাদেশ | রাজশাহী > সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৫:১৭
  • ৪৮৫

সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে ২০২১-২২ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলার ছয় ইউনিয়নের ৫২ জন গ্রাম পুলিশদের মাঝে ২০২১-২২ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেছে।বিতরণকৃত সরঞ্জামাদির মধ্যে প্যান্ট ১০৪ টি, সোয়েটার (রুলের জামা) ৫২টি, জ্যাকেট ৫২ টি, হাফ শার্ট ১০৪ টি,সোল্ডার ব্যাচ ১০৪ টি, কাপড়ের জুতা ৫২ টি, বেল্ট ৫২ টি।

গ্রাম পুলিশদের মাঝে আইনশৃঙ্খলার অবনতি, এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শনাক্ত করে উপজেলা প্রশাসনকে অবগত করণসহ বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা ছয় ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যগণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122328 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 06:34:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group