• হোম > বরিশাল > চরকাজলে জমি নিয়ে বিরোধ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চরকাজলে জমি নিয়ে বিরোধ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১৮:৩৪
  • ৪১৪

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে জমি নিয়ে বিরোধে মো. নুরু খান (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

সোমবার রাত ৮টার দিকে চরকাজল ইউনিয়নের মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রনির বাবা মান্নান ভূঁইয়ার সঙ্গে নুরু খানের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাত ৮টার দিকে মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেল তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে নুরু খানকে মুমূর্ষু অবস্থায় পেলেও হাসপাতাল নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যান তিনি। আহত বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122439 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 02:16:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group