• হোম > জাতীয় > শ্রীমঙ্গলে ৮ ঘণ্টায় ১৮ ভোট

শ্রীমঙ্গলে ৮ ঘণ্টায় ১৮ ভোট

  • বুধবার, ২৭ জুলাই ২০২২, ১৯:০৬
  • ৩৩৩

শ্রীমঙ্গলে ৮ ঘণ্টায় ১৮ ভোট

মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ৮ ঘণ্টায় মাত্র ১৮টি ভোট পড়েছে। সেটি হলো পৌর এলাকার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় (মহিলা) কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪৩৯ জন। কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ছিল ৬টি বুথ। এ কেন্দ্রে বাল্ব প্রতীকে ৭টি, টিউবওয়েল ৭টি ও তালা প্রতীকে ৪টি ভোট পড়েছে।

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকতা ধীরেন্দ্র দাশ তালুকদার বলেন, আজ বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছিল। বিকেল ৪টা পর্যন্ত ১৮ জন ভোটার এই কেন্দ্র ভোট দিয়েছেন।

এছাড়া উপজেলার অনান্য কেন্দ্রে গুলোতেও ভোটার কম ছিল। এরমধ্য উল্লেখযোগ্য হলো ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ১৪৪টি। লৈয়ারকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৭টি, সাতগাঁত্ত সামাদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ১৭৮টি, জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৫টি, পৌরসভা ইলিয়াস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৯টি, শ্রীমঙ্গল সরকারি কলেজ (পুরুষ) কেন্দ্রে ১৬৯টি, ভিক্টোরিয়া উচ্ছ বিদ্যালয় কেন্দ্রে ১৪৮টি, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৫টি ভোট পরেছে।

এ নির্বাচনে কেশব বারই (তালা), পরিমল দাশ (বৈদ্যুতিক বাল্ব) ও মোহাম্মদ লিটন আহমেদ (টিউবওয়েল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন। ভোটাররা ৮০টি কেন্দ্র্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করায় গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করায় এ পদটি শুন্য হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122474 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 02:46:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group