• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > মিডিয়াটেকের চিপ বানাবে ইন্টেল

মিডিয়াটেকের চিপ বানাবে ইন্টেল

  • বুধবার, ২৭ জুলাই ২০২২, ১৯:১৪
  • ২৪০১

মিডিয়াটেকের চিপ বানাবে ইন্টেল

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মিডিয়াটেকের জন্য চিপ তৈরি করবে ইন্টেল করপোরেশন। ২৫ জুলাই এক বিজ্ঞপ্তিতে ইন্টেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গেল বছরের শুরুতে অন্য কোম্পানির ডিজাইনে চিপ উৎপাদন করার কথিত ‘ফাউন্ড্রি’ ব্যবসায় শুরুর পর এটিই অন্যতম উল্লেখযোগ্য বড় চুক্তি। ফাউন্ড্রি ব্যবসায় শীর্ষে অবস্থান করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ইন্টেল মূলত তাদের নিজেদের চিপের জন্য ডিজাইন করে থাকে।

ইন্টেল ফাউন্ড্রি সেবার প্রেসিডেন্ট রণধীর ঠাকুর রয়টার্সকে জানান, তাইওয়ান থেকে গ্রাহক পেতে এটি আমাদের জন্য বড় একটি চুক্তি। এ ছাড়া তাদের প্রবৃদ্ধিতেও এই চুক্তি সহায়তা করবে। ইন্টেল অবশ্য এই চুক্তির কোনো আর্থিক বিষয় উল্লেখ করেনি কিংবা মিডিয়াটেকের জন্য কী পরিমাণ চিপ তৈরি করা হবে সেটিও জানায়নি। তবে আগামী দেড় থেকে দুই বছরের মাধ্যমে প্রথম চিপটি উৎপাদন হবে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122476 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 03:41:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group